|| অনলাইন প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
সাভারে পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে উপজেলা প্রশাসন। পোশাক কারখানাগুলো খুলতে শুরু করায় এক দিনেই ৭ পোশাক শ্রমিক আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধির বিষয়টি নজরে আসে প্রশাসনের । ভাইরাসের সংক্রমন ঠেকাতে শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা বন্ধের আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত চিঠি দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
শনিবার দুপুরে উপজেলার পরিষদের হল রুমে জরুরি বৈঠকে ওই সিন্ধান্তের কথা জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান । তিনি বলেন, ‘শিল্পাঞ্চল সাভারে করোনার সংক্রমণ ঠেকানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে ।
কারখানারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে । এরসঙ্গে কারখানাগুলো সরকারের নির্দেশনা ও বিজিএমই’র নির্দেশনা মতা পরিচালনা করতে হবে। অন্যথায় উর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ওই কর্মকর্তা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মুল হুদাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিরা।