।। সারাবেলা প্রতিবেদন, ঢাকা ।।
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যেভাবে অফিস-আদালত কার্যক্রম চলছে, তা আগামী ৩রা অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ১লা জুলাই থেকে ৩রা অগাস্ট পর্যন্ত দোকান পাট খোলা রাখার সময়সীমাও বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত করা হচ্ছে। মঙ্গলবার সরকারের এসব নিদের্শনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সার্বিক বিষয় বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, এ বিষয়ে জারি করা আদেশ পরিপত্রের সঙ্গে নিদের্শনার বিস্তারিত থাকবে।
সংবাদ সারাবেলা/নাআ/সেখা