সিনহা হত্যা, তদন্ত কমিটির প্রতিবেদন জমা

প্রতিবেদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিপোর্টে কি আছে আমরা এখনো দেখিনি। আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সে অনুযায়ী কাজ করবেন

।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সোমবার প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিবেদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, রিপোর্টে কি আছে আমরা এখনো দেখিনি। আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সে অনুযায়ী কাজ করবেন।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এটার পুলিশি তদন্ত চলছে। সে কারণে আমরা প্রকাশ্যে কিছু জানাতে পারব না। আমরা আদালতকে এটার সম্পর্কে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন। আদালত তদন্তের জন্য হয়ত এটা নিয়েও নিয়ে পারেন। এটা আদালতের এখতিয়ার।

তদন্ত প্রতিবেদনে যাদের নামে অভিযোগ আসবে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে জানানোর আশ্বাস দেন  মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন