|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় জামিয়াতুল ইমান মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান (২৭) কে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মিজমিজ দক্ষিন কায়েত পাড়া এলাকার জামিয়াতুল ইমান মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে ওই শিশুর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত ২ নভেম্বর দুপুরে মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলৎকার করে। পরে ঘটনার এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আসামী করে মামলা করেন ওই শিশুর বাবা। সেই মামলায় খুলনার কোনা পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক সংবাদ সারাবেলাকে জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গতকাল রাতে আটক করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে ।