সাভারে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা চেষ্টা

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

সাভারের আশুলিয়ায় রেবা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী । স্ত্রীকে হত্যার পর স্বামী সাব্বির আলী নিজেও আত্মহত্যার চেষ্টা করে ।

সোমবার (২৬ জুলাই )  সকালে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ ।

স্থানীয়রা জানায়, রেবা-সাব্বির দম্পতি আশুলিয়া নয়ারহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন । হঠাৎ সোমবার সকালে তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে আহত করে । সেই সাথে স্বামী সাব্বির নিজেও আত্মহত্যার চেষ্টা করে । সকালে ওই দম্পতিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রেবাকে দেখতে পায় । পরে তাদের  দ্রুত উদ্ধার করে  গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করে ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । সেই সাথে  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে  ।

ওই গৃহবধূকে কি কারণে কুপিয়ে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সংবাদ সারাদিন