সাভারে র‌্যাবের অভিযানে ৬ জেএমবি আটক

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||


সাভারে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ  (জেএমবি)’র ৬ সদস্যকে আটক করেছে র‌্যাবের-৪ এর সদস্যরা ।  আটককৃতদের কক্ষ তল্লাশি করে  জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে ।

রোববার (১৯ জুলাই) সকালে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক এবং জিহাদী বই ও লিফলেট উদ্ধার করে ।

আটককৃতরা জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক (২৮),জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮) একই জেলার সাইদুর রহমান (৫৫),মাহবুবুর রহমান (৫৫),শফিকুল ইসলাম (৩৭),ও গোলাম মোস্তফা ।

এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেন র‌্যাব-৪ মিরপুর-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন