||সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারে মিন্টু শেখ (৩৫) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । সোমবার (১৪ জুলাই) সকালে ওই রিকশা চালককের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবল হক রনি । নিহত অটোরিকশা চালক নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে । সে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন ।
পুলিশ জানায়, রাতে সাভারের উত্তর জামসিং এলাকায় একটি শাখা সড়কে কয়েক জন ব্যক্তি মিন্টু শেখকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।সেই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ।পরে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণেই হত্যাকান্ডের ঘটনাটি সংঘঠিত হতে পারে ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।