সাভারে বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রানী’

বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে সাভারের শিকড় এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের খামারে । গরুটির নাম রাখা হয়েছে রানী ।

|| সারাবেলা প্রতিনিধি , সাভার ||

বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে সাভারের শিকড় এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের খামারে । গরুটির নাম রাখা হয়েছে রানী । এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট গরুর সনদ পেতে মালিকপক্ষ গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছে ।


মঙ্গলবার সাভারের  আশুলিয়ায় থানাধীন চারিগ্রাম  এলাকায় বক্সার জাতের খর্বাকার ওই গরুটি খামারে সন্ধান পাওয়া যায়।বক্সার জাতের খর্বাকার ওই গরুটি দৈর্ঘ্য-২৭ ইঞ্চি,  উচ্চতা ২০ ইঞ্চি এবং গরুর ওজন মাত্র ২৬ কেজি।

শিকড় এগ্রো লিমিটেড  মালিক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান জানান, বিশ্বের সবচেয়ে ছোট গরু  গিনেস বুকের রেকর্ড অনুয়ায়ী ভারতের  ক্যেরালায় । সেই অনুসারে বক্সার জাতের খর্বাকার গরুটি  দৈর্ঘ্য , উচ্চতা ও ওজনের দিক দিয়ে কম রয়েছে ।  নওগাঁর  এক প্রত্যন্ত অঞ্চলের  বাবু নামে এক ব্যক্তি কাছ থেকে ওই গরুটি সংগ্রহ করেন তারা । তাদের খামারে গরুটি লালন পালন করছে ১১ মাসের মতো । দুইদাঁতল গরুটির বর্তমান বয়স ২৩ মাস বলে জানান তিনি  ।


এসময় তিনি আরো জানান , ২ জুলাই বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডস কর্তৃপক্ষের নিকর্ট আবেদন করেছেন । এরই মধ্যে কর্তৃপক্ষের নিকর্ট থেকে প্রাথমিক ফিডব্যাগ এসেছে । সব কিছু টিক ঠাক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে অফিসিয়াল স্বীকৃতি পেতে পারেন বলে জানান তিনি

সংবাদ সারাদিন