সাভারে ফসলি জমিতে দুই যুবকের লাশ উদ্ধার

ঢাকা জেলার সাভারে ফসলী জমি থেকে অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষেত দুটি পাশাপাশি ছিল, একটি পাট ক্ষেত অপরটি ধঞ্চে ক্ষেত ।


|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
 

ঢাকা জেলার সাভারে ফসলী জমি থেকে  অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষেত দুটি পাশাপাশি ছিল, একটি পাট ক্ষেত অপরটি ধঞ্চে ক্ষেত ।


শুক্রবার ১১ই জুন সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাশাপাশি আলাদা দুটি ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত দুই যুবকের আনুমানিক বয়স ২০/২৫ বছর। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয়রা জানান, নিহত এই যুবককে তারা এর আগে এই গ্রামে কখনো দেখেনি। আর ক্ষেতগুলো গ্রাম থেকে একটু দুরে। ফলে কখন কারা এখানে আসা যাওয়া করে, তা দেখাও মুশকিল।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাত দুই যুবকের নাম পরিচয় সনাক্ত এবং হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সারাদিন