সাভারে পোশাক শ্রমিকদের নমুনা নিচ্ছে না স্বাস্থ্য কমপ্লেক্স

|| অনলাইন প্রতিনিধি, সাভার (ঢাকা) ||

সাভারে পোশাক শ্রমিকদের নমুনা নিচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন করোনা উপসর্গে আক্রান্ত শ্রমকিরা। এদিকে কারখানা খোলার পর থেকেই প্রতিদিনই বাড়ছে পোশাক শ্রমিকদের আক্রান্তের সংখ্যা । সাভারে এখন পর্যন্ত ২৯ জন পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ, সকালে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কর্মপ্লেক্সে গেলে কর্তব্যরত কেউ নমুনা নিতে রাজী হননি। এ নিয়ে বিপাকে পড়েছেন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শ্রমিকরা ।

তবে এ প্রসঙ্গে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়মুল হুদা জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক হয়েছে । সেখানে সিদ্ধান্ত মোতাবেক তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য কারখানায় আলাদা বুথ করা হবে । সেখান থেকে পোশাক শ্রমিকদের নমুনা সংগ্রহ করা হবে।

তবে পোশাক কারখানা খোলার পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাভারে ২৯ পোশাক শ্রমিক আক্রান্তের পর উপজেলা স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নেয়, এখন থেকে সংশ্লিষ্ট কারাখানাতে নমুনা সংগ্রহের জন্য বুথ খোলা হবে। এবং সেখান থেকেই তাদের নমুনা নেওয়া হবে।

এদিকে শুক্রবার নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন