সাভারে করোনায় আক্রান্ত ৭ পোশাক শ্রমিক

সাভার প্রতিনিধি, ঢাকা :

সাভারে পোশাক কারখানা খোলার কয়েক দিনের মধ্যেই ২৪ ঘন্টায় ৭ পোশাক শ্রমিকসহ ৮ জন  কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে । তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এক জন ধামরাইয়ের বাসিন্দা ।  


শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সায়মুল হুদা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন ।


এসময় তিনি জানান, বৃহস্পতিবার শতাধীক পোশাক শ্রমিক করোনা পরীক্ষার জন্য হাসপাতালে আসে । পরে তাদের মধ্যে অর্ধ শতাধীক পোশাক শ্রমিকের করোনা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণী সম্পদ ইনস্টিটিউটে পাঠানো হয় । পরে শুক্রবার বিকেলে রিপোর্ট আসলে আট জনের করোনা পজেটিভ আসে । তাদের মধ্যে ৭জনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক । তাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্য বলে জানান ওই চিকিৎসক।

সসা/লোটন/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন