||অনলাইন প্রতিনিধি, সাভার (ঢাকা)||
সাভারের আশুলিয়ায় হনুফা (২৮) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ ।
রোববার ২১ জুন সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
নিহত হনুফা পটুয়াখালি জেলার অফিসার টেক গ্রামের বাসিন্দা । তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বড় ভাই রুহুল আমিনের বাসায় বসবাস করতেন ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বড় ভাইয়ের মালিকাধীন বাড়ির এক কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।
নিহতের গলায় ও কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।সেই সাথে ঘরের দরজা খোলা ও মরদেহ মেঝোতে পড়ে ছিলেন । তবে প্রাথমিকভাবে মৃত্যু রহস্যের পুলিশের ওই কর্মকর্তা সুনিদিষ্ট করে জানাতে পারেনি ।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।