|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারের আশুলিয়ায় সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গিয়েছে স্ত্রী দোলনা আক্তার রিমা (১৮ ) । এঘটনায় অভিযুক্ত তরুণীর স্বামী রঞ্জু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
ভুক্তভোগী ওই তরুণী আশুলিয়ায় দি ড্রেস এন্ড দি আইডিয়াস নামক একটি পোশাক কারখানায় কাজ করে ভাড়া বাসায় বসবাস করতেন ।তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানায় ।
স্থানীয়রা জানায়, বুধবার (০২ ডিসেম্বর ) রাত ১০টার দিকে কারখানার কাজ শেষে ওই তরুণী বাসায় ফিরছিলেন ।এসময় আশুলিয়ার জামগড়া এলাকায় পৌচ্ছালে আগে থেকে ওৎ পেতে থাকা সাবেক স্বামী এসিড নিক্ষেপ করে । এতে ওই তরুণীর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হন । এসময় স্থানীয়রা ওই তরুণীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়া নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিয়ে যায় । এরপরে তরুণীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
ভুক্তভোগী তরুণীর বাবা দুলাল শেখ জানান,নিজেদের পছন্দে দুই বছর পূর্বে বিয়ে করে ছিলেন রিমা ।সংসারে অশান্তি আর পারিবারিক দ্বন্দে তিন মাস আগে রিমা ও রঞ্জুর ডিভোর্স হয় । এতে ক্ষীপ্ত হলেই রঞ্জু এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের মুখে ,গলা ও বুকে এডিসে দগ্ধ হয়েছে । ঘটনায় সাথে জড়িত অভিযুক্ত সাবেক স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।