।। সারাবেলা প্রতিবেদন ।।
বরেণ্য সংস্কৃতি প্রতিভা, সংগঠক ও সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও তথ্যসচিব কামরুন নাহার।
কামাল লোহানী নামে প্রসিদ্ধ আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব তাদের শোকবার্তায় প্রয়াত কামাল লোহানীর কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ সারাবেলা/নাআ/সেখা