সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ও ১১টি মামলার আসামী ফরিদ গ্রেফতার সাভারে

সাভারে দুই পোশাক শ্রমকিকে সংঘবদ্ধ ধর্ষণসহ ১১টি মামলার পালিয়ে বেড়ানো আসামী শেখ ফরিদকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছে একটি বিদেশী পিস্তল ও মাদক পাওয়া গেছে।

|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||

সাভারে দুই পোশাক শ্রমকিকে সংঘবদ্ধ ধর্ষণসহ ১১টি মামলার পালিয়ে বেড়ানো আসামী শেখ ফরিদকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছে একটি বিদেশী পিস্তল ও মাদক পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৪ এর সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার অনু মং ফরিদকে গ্রেফাতারের কথা জানান। বলেন, ফরিদ সাভারের হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে ।

র‌্যাব জানায়, বুধবার ২১শে অক্টোবর রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে ফরিদকে ধরে তারা। এ প্রসঙ্গে র‌্যাব-৪ সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার অনু মং জানান, চাঁদাবাজি ও দুই পোশাক শ্রমিকে সংঘবদ্ধ ধর্ষণ মামলাসহ ফরিদের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আলাদা অস্ত্র ও মাদক মামলা করা হয়েছে ।

এনিয়ে বিভিন্ন থানায় ওই ফরিদের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো ১৩তে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন