শ্রীপুরে মা ও তিন মেয়েকে খুনে জড়িত একজন গ্রেফতার

|| অনলাইন প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) ||

গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যায় অভিযুক্ত অন্যতম প্রধানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পারভেজ শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার (আবদার) এলাকার কাজিম উদ্দিনের ছেলে। তার বয়স ২০ বছর।

জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হাফিজুর রহমান জানান, পারভেজকে রোববার রাতে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন হত্যায় অংশ নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ঘরে রক্তমাখা কাপড়, মাটিচাপা দেওয়া মোবাইল ও কিছু স্বর্ণালংকার পাওয়া গেছে।

গেল বৃহস্পতিবার ২৩শে এপ্রিল বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা- বুধবার ২২শে এপ্রিল রাতের কোনো এক সময় পারভেজসহ অন্যরা মা ও তিনমেয়েসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে। নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন