।। সারাবেলা প্রতিনিধি, শ্রীনগর।।
শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে সাগর (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় নজরুল (৪৬) নামে অপর এক শ্রমিক আহত হয়। নিহত সাগর উপজেলার কানাই নগর গ্রামের মজিবুর ফকিরের ছেলে। আহত নজরুল একই গ্রামের লিবু শেখের ছেলে।
মঙ্গলবার ২৭শে জুলাই সকালে উপজেলার কুকুটিয়া এলাকার বনগাঁও গ্রামের একটি চকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বনগাঁও গ্রামের পশ্চিম পাশের চকে ট্রলারে করে তারা মাটি আনছিল। এ সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ খুটির তারে সাথে ট্রলারটি স্পৃষ্ট হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাগর মারা যায়। আহত নজরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
স্থানীয় যুবলীগ নেতা মো. রফিকুল মোল্লা বলেন, গত ৫ বছর যাবত এই চকে বোরো আবাদি ধানের সেচ ব্যবস্থায় কোনও বিদ্যুৎতের ব্যবহার হয়না। তারপরেও দীর্ঘদিনের বেহাল বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, শ্রমিকরা চকের অথৈ পানিতে ডুব দিয়ে মাটি কাটার কাজ করতো। ট্রলারে করে মাটি কেটে আসার সময় বিদ্যুৎ তারের সাথে স্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।