শুরু হলো মাতৃদুগ্ধ সপ্তাহ নানা আয়োজনে উদ্ধুব্ধ করা হচ্ছে মায়েদের

“মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার এখন বিশ্ব তুলনায় ২৫ শতাংশ বেশি বেড়েছে। বিশ্বে এখন মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার ৪০ শতাংশ, যেখানে বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানো হার এখন ৬৫ শতাংশ।"

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

মাতৃদুগ্ধদানে সহায়তা করুন স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন” এই স্লোগান নিয়ে দেশজুড়ে শুরু হলো মাতৃদুগ্ধ সপ্তাহ। ৯ই আগস্ট থেকে আগামী ১৬ই আগস্ট এই সাতদিন দেশজুড়ে নানা আয়োজনে পালিত হবে এই সপ্তাহ। এ উপলক্ষ্যে রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়রে মন্ত্রী জাহিদ মালেক এমপি।

সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন, “মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার এখন বিশ্ব তুলনায় ২৫ শতাংশ বেশি বেড়েছে। বিশ্বে এখন মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার ৪০ শতাংশ, যেখানে বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানো হার এখন ৬৫ শতাংশ।”

বর্তমানে করোনা ও বন্যার দুর্যোগের সময়েও বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানোতে মানুষকে উদ্ধুদ্ধ করতে দেশের স্বাস্থ্যখাত নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত শ্রমের ফলে বিশ্ব আমাদের প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করেছে। এই করোনার মহামারীতেও স্বাস্থ্যখাতের সমোয়িচিত ভূমিকা ফলে বিশ্বে বাংলাদেশ করোনায় শনাক্ত বিবেচনায় মৃত্যুহার সবচেয়ে কম দেশগুলির মধ্যে অন্যতম।”

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান-এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এস কে রায়।

সংবাদ সূত্র: বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন