||উপজেলা প্রতিনিধি(শিবচর, মাদারীপুর)||
মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর এলাকায় একটি সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪২) মুমূর্ষু এক ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন ডিগ্রীরচর এলাকার কাঁঠালবাড়ী-চান্দেরচর আঞ্চলিক সড়কের পাশে এক লোককে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হারুন শিকদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,’সকাল সাড়ে সাতটার দিকে এলাকার এক লোকের ফোন পেয়ে গিয়ে দেখি রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় এক লোক পড়ে আছে। আশেপাশে অনেক লোক দেখছিল। পরে তাকে উদ্ধার করে শিবচর হাসপাতালে নিয়ে যাই। কখন কে বা কারা লোকটিকে রাস্তার পাশে ফেলে গেছে তা কেউ বলতে পারে নি। লোকটি আহত।
শিবচর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.ইশরাত জাহান বলেন,’লোকটিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাটুতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরলে পরিচয় জানা যাবে।’
করোনার কোন উপসর্গ আছে কি না জানতে চাইলে তিনি বলেন,’তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে বিষয়টা বোঝা যাবে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
সসা/ইমতিয়াজ/এসএম