শিবচরে নির্ধারিত সময়ের পর দোকান খোলায় ৯ মামলা

উপজেলা প্রতিনিধি, মাদারীপুর):

মাদারীপুর জেলার শিবচরে সরকার কর্তৃক নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখার অপরাধে ৯ টি দোকানীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার ২১ মে দুপুরে উপজেলার পাঁচ্চর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান। 

এসময় পাঁচ্চর বাজার, সোনারবাংলা প্লাজা ও কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন বাংলাবাজারে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখার জন্য তৈরি পোশাক, জুতার দোকান, কসমেটিক্স ও মুদির দোকানসহ ৯ টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান জানান, ‘করোনা ভাইরাস সংক্রমন এড়াতে উপজেলায় দোকান বা মার্কেটের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এর বাইরে দোকান খোলা রাখার দায়ে তাদেরকে শাস্তিস্বরূপ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

সসা/আইএ/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন