|| সারাবেলা প্রতিনিধি, শরীয়তপুর ||
জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সিরাজ হাওলাদার হারিয়ে যান আজ থেকে ২৪ বছর আগে। সেই ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আ্ত্মহারা মা কুলসুম বেগম। গত ২৫শে আগষ্ট বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত সংবাদে খোঁজ মেলে সিরাজ হাওলাদারের। সিরাজের সাথে তার পরিবারের প্রমানে পুরোটাই মিল পাওয়া যায়। তারা ২ ভাই ও এক বোন মা বাবাকে নিয়ে থাকতো বলে জানিয়েছে সে।
ঢাকার গাজীপুর থেকে খালাতো বোন টেলিভিশনে খবরটি দেখতে পেয়ে তার মামা আজিজ মৃধাকে জানায়। মামা আজিজ মৃধা টেলিভিশনের অফিসে গিয়ে পুরো তথ্য জানেন। এরপর ঢাকার কেরানীগঞ্জের কামরাঙ্গির চর এলাকার এক পুরাতন ভাংগারি মালের দোকানে পান সিরাজ হাওলাদারকে। পরে বুধবার মামা আজিজ মৃধার সঙ্গে মা বাবার কাছে যান সিরাজ হাওলাদার।
পরিবার সূত্রে জানা যায়, তখন ১৯৯৬ সাল, সিরাজের ৬ বছর বয়স চলছিলো। সিরাজকে নিয়ে মামা আজিজ মৃধা ঢাকায় যান বেড়াতে। পরের দিন ঢাকায় বাসার বাইরে বের হওয়ার পর হারিয়ে ছোট্ট সিরাজ। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সিরাজকে।
সিরাজের মা কুলসুম জানলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি আমার সন্তানকে পেয়ে খুব আনন্দিত। সন্তানকে নয় যেনো আকাশের চাঁদ পেলাম। আল্লার কাছে শুকরিয়া।
এলাকার সালাউদ্দিন মাওলানা দালাল বলেন, মোস্তফা হাওলাদারের ছেলে সিরাজ আজ ২৪ বছর পর আমাদের কাছে ফিরে আসছে আমাদের ভালো লাগছে। তার মাও অনেক খুশি। বাকি জীবনটা যেন সিরাজ ভালো ভাবে কাটাতে পারে।
সিরাজ হাওলাদার বলেন, আমি হারিয়ে যাওয়ার পরে অনেক কষ্ট করেছি। ভাংগা লোহা ও পুরাতন মালের দোকানে কাজ করে ২৪টা বছর কাটিয়েছি। এখন অনেক দিন পরে আমার মাকে ফিরে পেয়ে অনেক ভালো লাগতাছে। আমারা যেন ভাই বোনকে নিয়ে ভালোভাবে থাকতে পারি দোয়া করবেন সবাই।