|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
করোনা ঠেকাতে ঘোষিত লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা এবং একইসঙ্গে পণ্যসামগ্রীর দাম বেশি রাখায় জরিমাণা গুণলেন মাদারীপুরের দুই উপজেলার ১৫ ব্যবসায়ী। এদের মধ্যে কালকিনির ১২ জন ও শিবচরের ৩ জন। এই ১৫ জন ব্যবাসীয়কে মোট জরিমাণা দিতে হয়েছে ৬৮ হাজার টাকা।
রোববার দুপুরে কালকিনি ও শিবচর উপজেলায় অভিযান চালিয়ে এদের জরিমাণা করেন ভ্রাম্যমান আদালত। দোকান খোলা রাখা হচ্ছে এবং পণ্যসামগ্রীর দাম বেশী রাখা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কালকিনি উপজেলার বাঁশগাড়ির খাশেরহাট বাজারে অভিযানসময়ে দোকান খোলা রাখায় আসার খান, রিপন, সফিজদ্দিন, চন্দ্র শীল, লিয়াকত হোসেন, কাঞ্চন শিকদার, আবির হোসেন, সুমন মাহামুদ, মন্টু শিকদার, রিদয় প্যাদা ও আবু বকরসহ ১২ জন ব্যবসায়ীকে জনপ্রতি ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে আরো আগে কালকিনি উপজেলাকে লকডাউন করা হয়েছে। এ লকডাউনকে অমান্য করে দোকান খোলা রাখায় ১২ জন ব্যবসায়ীকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে মাদারীপুরের শিবচরের কাঁচাবাজারে ছদ্মবেশে অভিযান চালিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখায় রোববার দুপুরে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শিবচরের সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে শিবচর পৌর কাঁচাবাজারে অভিযান চালানো হয়। বেশী দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা বিশেষ করে আদাসহ কাঁচা পণ্যের দাম বেশী নিচ্ছিল।