রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য বক্তব্য’ দেয়ায় সংসদে নিষিদ্ধ কর্মচারী

মো. আতর আলী সংসদ সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সভাপতি। তিনি সংসদ নেতার দপ্তরে কর্মরত ছিলেন

।। সারাবেলা প্রতিবেদন, ঢাকা ।।

রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেওয়ায় সংসদ সচিবালয়ের এক কর্মচারীকে কারণ দর্শাও নোটিস দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সংসদ ভবন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধঘোষিত মো. আতর আলী সংসদ সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সভাপতি। তিনি সংসদ নেতার দপ্তরে কর্মরত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৭ অগাস্ট সংসদ সচিবালয়ের অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে  আতর আলী বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকার সময় এ ধরনের অনুষ্ঠান হয়নি।

সরকারি কর্মচারী হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিস পাওয়ার এবং সংসদ এলাকায় নিষিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন আতর আলী।

গত ৬ সেপ্টেম্বর সংসদের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় আতর আলীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন