মুন্সীগঞ্জে মিললো ৩৫ মণ জেলিযুক্ত চিংড়ি

বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসতে থাকা ঢাকামুখি এসএ পরিবহনের বাসটিতে অভিযান চালানো হয়। বাসের কনটেইনারে রাখা ১৪টি বক্সে এসব মাছ নেওয়া হচ্ছিল।

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

মুন্সীগঞ্জের মিলেছে জেলিভরা ৩৫ মন চিংড়ি মাছ। শুক্রবার ৫ই মার্চ বিকালে জেলার লৌহজংয়ে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব মাছ জব্দ করা হয়।
এসএ ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী বাসে এসব মাছ পাওয়া যায়।

পরে বিষাক্ত জেলিভরা এসব চিংড়ি কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়। জব্দ মাছের দাম প্রায় ১৪ লাখ টাকা।

কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার হোসেন জানান, গোপণ খবরের ভিত্তিতে বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসতে থাকা ঢাকামুখি এসএ পরিবহনের বাসটিতে অভিযান চালানো হয়। বাসের কনটেইনারে রাখা ১৪টি বক্সে এসব মাছ নেওয়া হচ্ছিল।

তবে মাছের কোন দাবিদার না থাকায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ারের সঙ্গে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ কোস্টগার্ড ও মৎস্য অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

সংবাদ সারাদিন