|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাড়ে ৬ হাজার ফুট ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৫ আগষ্ট সকালে জেলা প্রশাসকের নির্দেশে শহরের পুরানবাজার, সরকারি সুফিয়া মহিলা কলেজ রোড, লঞ্চঘাট, পানিছত্র এলাকাসহ সদর উপজেলার কুলপদ্বী, ঝাউদি, শিমুলতলায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস এবং সহকারী কমিশনার (ভ‚মি) হোসনে আরা তন্নী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঈদের দিন শহর রক্ষা বাঁধের ৫৩ মিটার ধসে পড়ে। এ সময় কয়েকটি স্থাপনাসহ বসতভিটাও নদীতে বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে পুরো শহর। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসব বালু উত্তোলনের অবৈধ ড্রেজার ও পাইপ সরিয়ে নিতে ৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। এ সময় বালু ব্যবসায়ীরা তাদের পাইপ সরিয়ে নেয়নি। পরবর্তীতে বুধবার দিনব্যাপী চালানো হয় অভিযান। অভিযানে ধ্বংস করা হয় সাড়ে ৬ হাজার ফুট ড্রেজারের পাইপ। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু ব্যবসায়ীরা।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘নদী থেকে কেউ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে পারবে না। আমাদের এ অভিযান আগামীতে আরো অব্যাহত থাকবে’।