মাদারীপুরে শিশু ও বৃদ্ধরা পেল পুষ্টিকর খাদ্যসহায়তা

|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||

চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে সদর উপজেলার একশ’র বেশী পরিবারকে খাদ্যসহায়তা দিল উপজেলা পুষ্টি কমিটি। বিশেষ করে সেসব পরিবারে শিশুদের পুষ্টিকর খাবার জরুরী সেই সব পরিবারকে এই খাদ্যসহায়তা দেওয়া হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত ২৩শে এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দিচ্ছেন।

এ প্রসঙ্গে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, ‘২৩ থেকে ২৯শে এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। এর অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে যেসকল শিশুসহ যারা পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য তাদেরকে করোনাদুর্যোগ ত্রাণ কর্মসূচির আওতায় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করছি। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দরকারি স্বাস্থ্যবিধিও জানানো হচ্ছে মানুষকে।

খাদ্যসহায়তা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মীর রায়হান, ডা. রাসনা জাহারিন, মাদারীপুর জেলা স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সভাপতি শাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেনসহ অন্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন