সদর উপজেলা প্রতিনিধি, মাদারীপুর :
মাদারীপুরে বেসরকারী সংস্থা ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের তিন শতাধিক শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে ও সারিবদ্ধভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আগামীতে আমাদের বিপদ বেশি। কারণ প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে,। মসজিদের ইমাম ও শিক্ষক হচ্ছেন আপনার সংশ্লিষ্ট এলাকার নেতা। আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি মসজিদের ইমাম ছিলেন। আপনাদের তরফ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। সামাজিক দূরুত্ব বজায় রেখে আপনারা মসজিদে নামাজ পড়বেন। সকলেই মুখে মাস্ক ব্যবহার করবেন’।
ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মীর মুকুল হোসেন জানান, ‘ব্যুরো বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান। দীর্ঘ ৩০ বছর যাবত দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনা পরিস্থিতিতে ব্যুরো বাংলাদেশ অসহায় নি¤œ আয়ের, দরিদ্র মানুষদের দু:খ কষ্ট লাঘবের জন্য বাংলাদেশের ৫০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরে ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেমাই, ২৫০ গ্রাম গুড়োদুধ, ২টা সাবান ও ২টা মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহজাহান খান, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার মিয়া, অন্যান্য কর্মকর্তাসহ অনেকেই। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।