মাদারীপুরে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়ে ছিনতাই দেড় লাখ টাকা

|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||

মাদারীপুরে বিকাশ এজেন্টসহ দুইজনকে কুপিয়ে এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩২) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈরের সাধুর ব্রিজ এলাকায় রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটর সাইকেল করে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মাছ ধরার জাল দিয়ে মোটর সাইকেলটি আটকে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাজৈর থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) শেখ সাদি সংবাদ সারাবেলাকে মুঠোফোনে জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পরিদর্শন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন