মাদারীপুরে ফের বন্ধ করা হলো সকল ব্যবসা প্রতিষ্ঠান

|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||

করোনা ভাইরাস সংক্রমণঝুঁকি ঠেকাতে শনিবার সকাল থেকে আবারো মাদারীপুরের চারটি উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। শুক্রবার ১৫ই মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি বাড়তে থাকায় শনিবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জেলার চারটি উপজেলার ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গত ১৬ই এপ্রিল মাদারীপুরকে লকডাউন ঘোষণা করা হয়। পরে সরকারের সিদ্ধান্তমত ১০ই মে থেকে খুলে দেওয়া হয় জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান।

সভায় উপস্থিত ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, বণিক সমিতির সভাপতি সাব্বির ভূইয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তুষার ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন