মাদারীপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে আমিষ জাতীয় খাবার ও সবজি বিতরণ

 সদর উপজেলা প্রতিনিধি, মাদারীপুর: 


মাদারীপুর পৌর এলাকায় করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় আমিষ জাতীয় খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তুষার হাওলাদার।

শুক্রবার দুপুরে শহরের বাদামতলা এলাকায় আমিষ জাতীয় খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শাজাহান খান এমপি পুত্র আসিবুর রহমান খান। এসময় আসিব খান বলেন, ‘প্রত্যেকটি রমজান মাস আমাদের জন্য বয়ে আনে রহমত, বরকত। কিন্তু এবাবের রমজান মাস আল্লাহ আমাদের জন্য একটি পরীক্ষা। সেই পরীক্ষার নাম কোভিড-১৯। আমরা সকল মানবজাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।

তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা খুবই কম। এই করোনা ভাইরাসের ফলে আপনাদের পাশে অনেকেই দাড়িয়েছে। আপনার প্রিয়মুখ মরহুম আছমত আলী খানের পুত্র ও আমার পিতা শাজাহান খান এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান ও আমার চাচা হাফিজুর রহমান খান যাচ্চু খান যাকে আপনারা নানা হিসেবে জানেন তিনি এই সংকট মুহর্তে আপনারে পাশে এসে দাড়িয়েছে’।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার হাওলাদার জানান, ‘ শাজাহান খান এমপির নির্দেশে পৌর এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে আমিষ জাতীয় খাদ্য সামগ্রী হিসেবে মুরগী, ডিম ও নিত্যপ্রয়োজনীয় সবজি লাউ, মিষ্টি কুমড়া, ডাটা শাক, পুঁই শাক, কুচুর লতি, করোল্লা, কাঁচামরিচ, বেগুনসহ ১৫টি রকমের পণ্য বিতরণ করা হয়। আমার এই কার্যক্রম করোনা মোকাবিলায় অব্যাহত থাকবে। করোনা ভাইরাসের দু:সময়ে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।  
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, সাংগঠনিক সম্পাদক সজীব সরদার, সহ সম্পাদক সাইফুল আজাদ ফরাজীসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন