মাদারীপুরে নতুন ৫ জনের করোনা শনাক্ত, মোট ১৮

অনলাইন প্রতিবেদক, মাদারীপুর: 
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন শনিবার সন্ধ্যায় মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে।
সিভিল সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, ঢাকার আইডিসিআর’র পক্ষ থেকে গতকাল একটি দল এসে মাদারীপুর সদর, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার সন্দেহজনক এলাকা থেকে ৩৬জন ব্যক্তির নমুনা পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়। এদের মধ্যে থেকে ৫ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে তিনজনের বাড়ি শিবচর উপজেলায়, একজন করে রাজৈর ও কালকিনি উপজেলার বাসিন্দা।
এছাড়া তিনি বলেন, ইতোমধ্যে আগে ১০জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি গিয়েছিলেন; তাদের ভেতর থেকেও গতকাল নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় ১৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি করোনা প্রতিরোধে সকলকে সামাজিক দুরুত্ব মেনে চলার পরামর্শ দেন। সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য পুরো জেলায় প্রশাসনের উদ্যোগে কার্যত লকডাউন করে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন