মাদারীপুরে নতুন ১৬ জনের করোনা শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি:


মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭০ জনে। আজ বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১৬ জনের রিপোর্ট আসে পজিটিভ ও বাকিগুলো নেগেটিভ। নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে কালকিনি উপজেলায়। এ ছাড়া রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মীসহ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে আরও ৮ জন।


জানতে চাইলে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, ‘মাদারীপুরের রাজৈর ও কালকিনি উপজেলায় নতুন করে আরও ১৬ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের এক কর্মীও আছে। তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

সংবাদ সারাবেলা / মিলন/ নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন