সদর উপজেলা প্রতিনিধি, মাদারীপুর :
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিড়াইপাড়া গ্রামের দুই শতাধিক গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকালে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: হাফিজুর রহমান খান যাচ্চু। বৈশি^ক করোনা ভাইরাসের ফলে অসহায় ও নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান ও হাফিজুর রহমান খান যাচ্চু খানের পক্ষ থেকে ঘটমাঝি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারকে চালসহ রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য ১০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করেন হাফিজুর রহমান খান যাচ্চু খান। এর আগে দেশবাসীর উদ্যোশে দোয়া মোনাজাত করা হয়।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান দর্জি জানান, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, আলুসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সহ সভাপতি আকতার হাওলাদার, রেজাউল করিম, সরকারী নাজিমউদ্দিন কলেজের সাবেক জিএস জাহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো: মনসুর আলী মোল্লাসহ অনেকেই। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারগুলো।
সসা/মিলন/নাআ/সেখা