মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

।। সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ।।

নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট প্রথম প্রহরে পুরান বাজার দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে শোক র‌্যালী করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত সুধী সমাবেস অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদ ও মন্দির, গির্জা, সরকার বেসরকারী প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুবলীগের সভাপতি আতাহার সরদার সহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন