মাদারীপুরে করোনায় মোট মৃত ৫, আক্রান্ত ২৯৩ জন

।। ইমদাদুল হক মিলন, মাদারীপুর।।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১২জন, রাজৈরে ৭জন ও শিবচরে ৪জন। আক্রান্তদের মধ্যে সদরের দুই জন করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ও বুধবার মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ৯৫ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজেটিভ ও বাকিদের নেগেটিভ পাওয়া গেছে। আজ আক্রান্তদের মধ্যে এনসিসি ব্যাংকের দুই কর্মকর্তা, এক পুলিশ সদস্য ও ব্যবসায়ী রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, শিবচর উপজেলায় ৪৮ জন, রাজৈর উপজেলায় ৮৯ জন এবং কালকিনি উপজেলায় ৬০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০৫ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত জেলা থেকে ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছে ৩ হাজার ৭৫৫ জনের। ফলাফল পাওয়া গেছে ৩হাজার ২১৩ জনের।


সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, মাদারীপুর পৌরসভার পাঠককান্দি এলাকার সেলুন ব্যবসায়ী রঞ্জন কুমার শীল (৬০) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা মৃত্যু বরণ করেন। এর করোনা পজেটিভ এসেছে। এ ছাড়াও সদর উপজেলার মস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। ইদ্রিস হাওলাদারের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে মাদারীপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। যার মধ্যে সদর উপজেলায় ৩ জন এবং শিবচর উপজেলায় ২ জন।

সংবাদ সারাবেলা/মিলন/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন