মাদারীপুরের শিবচরে করোনার উপসর্গ নিয়ে প্রকৌশলীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিনহা খসরু (৪৮) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) রাত ১০টার দিকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সিনহা খসরু শিবচর পল্লী বিদ্যুৎ অফিসে জুনিয়র প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এদিকে সিনহা খসরুর স্ত্রী ও সন্তানেরও সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। সোমবার (২৫ মে) ভোরে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। রিপোর্ট আসলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না জানা যাবে। ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন