|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
গিনেস বুক অব ওয়াল্ডে রেকর্ড করা হল না বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির সেই গরু রানির মৃত্যুতে । বৃহস্পতিবার ১৯শে আগস্ট দুপুরে ওই গরুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব ।
তিনি জানান, গরুটি গত দুই দিন আগে অসুস্থ হয়ে পড়ে । পরে গরুটিকে আজ দুপুর ২ টার দিকে প্রাণিসম্পক অফিসে আনা হয় । এসময় রানিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি । পরে শিকড় এগ্রো খামারের কর্মকর্তারা রানিকে নিয়ে যায় ।
এরআগে শিকড় এগ্রো খামারের কতৃপক্ষরা দাবি করেছিলেন রানির পৃথিবীর সবচেয়ে ছোট গরু । যার ওজন ২৬ কেজি ও উচ্চতা ২০ ইঞ্চি এবং বয়স ২ বছর । দুই দাঁতল এই গরুটি গিনেস বুকে নাম লেখাতে পারবে ।
এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই গিনেস বুক অব ওয়াল্ডে রেকর্ডের জন্য শিকড় এগ্রো খামারের কতৃপক্ষরা আবেদন করেন ।এরপরেই গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণায় মধ্য দিয়ে আলোচনায় আসে রানি । আগামী দেড় মাসে মধ্যে গিনেস বুকের ফলাফল হাতে পাওয়ার কথা ছিল ।