বিধবা নারীকে ধর্ষণ মীমাংসার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চল্লিশ বছর বয়সী এক বিধবাকে প্রথমে ধর্ষণ এবং তার পরে মীমাংসার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গেল ৭ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় নৈকাহন এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী উপজেলার ফকিরবাড়ির ভাই ভাই ম্পিনিং মিলের শ্রমিক।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চল্লিশ বছর বয়সী এক বিধবাকে প্রথমে ধর্ষণ এবং তার পরে মীমাংসার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গেল ৭ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় নৈকাহন এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী উপজেলার ফকিরবাড়ির ভাই ভাই ম্পিনিং মিলের শ্রমিক।

বৃহম্পতিবার ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই নারী। অভিযুক্তদের মধ্যে মামলার প্রধান আসামী আলী আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তরা হলো- নৈকাহন এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আলী আকবর (৫০), মৃত আ: মালেকের ছেলে মোস্তফা (৫৫), মৃত রহমত আলীর ছেলে আনারুল (৪০), ডা. হোসেন মিয়ার ছেলে লিটন (৩২), খোকা মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও একই এলাকার লস্কর আলীর ছেলে শাহীন (৩২)।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্যাতিতা নারী তার নাতিনের জন্য নৈকাহন বাজারের আনিস মার্কেটে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন । এ সময় আলী আকবর তাকে ডাক দিয়ে বাজারের মাছের দোকানে নিয়ে যায়। পরে দোকানের সাটার বন্ধ করে ধর্ষণ করে। দোকান থেকে বের হয়ে রাস্তায় আসলে এলাকার মোস্তফা, আনারুল, লিটন ঘটনাটি মীমাংসা করে দেয়ার কথা বলে রাত সাড়ে ৮টার দিকে লিটনের পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণশেষে লিটন মোবাইলে ফোন করে তার বন্ধু তারিকুল ও শাহীনুরকেও ডেকে নিয়ে আসে। তারাও আখড়পাড়া এলাকার আলী হোসেনের নির্মাণধীন বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে ওই নারীকে।

পুলিশসূত্রে জানা যায়, নির্যাতিতা ওই নারীর স্বামী নেই। দুই মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। এ ঘটনার পর তিনি মান সম্মানের ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তারা পুলিশে অভিযোগ করতে বললে তিনি থানায় অভিযোগ দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সংবাদ সারবেলাকে জানান, নির্যাতিতা নারী মামলা করেছেন। আমরা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে। তিনি জানান, ঘটনাটি ৭ই অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন