|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
হযরত মুহাম্মদ (স.) নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে সমাবেশ ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে যোগদানে কয়েকদফা বাধার সম্মুখীনে পরেছে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে সব বাধা ভেঙ্গে রাজধানীর বায়তুল মোকাররমের সমাবেশে প্রায় ৫০ হাজার নেতাকর্মী যোগদান করেছে বলে দাবী করছেন হেফাজত নেতারা।
সোমবার সকাল ১০টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বায়তুল মোকাররমে সমাবেশের উদ্দেশ্যে রওয়ানা দিলে তাদের বাধা দেওয়া হয়। পরে লোকজন পায়ে হেঁটে ও মোটর সাইকেল যোগে রওনা দেন তারা।
এদিকে ভোর ৬টা ৩০ মিনিট থেকেই ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থান নিতে থাকে ফতুল্লা থানার পুলিশ সদস্যরা । সেই সাথে র্যােব, গোয়েন্দা পুলিশও ওই এলাকাসহ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ও শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সড়কে ছিল সাঁজোয়া যান ও জলাকামান।
এরপর হেফাজতের নেতাকর্মীরা সকাল নয়টার দিকে শহরের ডিআইটি জামে মসজিদের সামনে থেকে বাস ও ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে বাধা দেয় পুলিশ। এরপর সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ও বেলা ১১টার মহাসড়কেও ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরে নারায়নগঞ্জ ও ঢাকাগামী যাত্রীরা। প্রায় ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।
নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, সকালে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীরা রওয়ানা হলে শহরের পদে পদে আমাদের বাধা দেওয়া হয়। ডিআইটি মসজিদ থেকে রওয়ানা হলে চাষাঢ়া, শিবু মার্কেট, নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরে জালকুড়িতে বাধা দিলে নেতাকর্মীরা সবাই পায়ে হেটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
তিনি বলেন, এসব বাধা উপেক্ষা করে প্রায় ৫০ হাজার নেতাকর্মী বায়তুল মোকাররমের সামনে সমাবেশে যোগদান করেন। পরে সবাই ফ্রান্স দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেন।