বন্যাদূর্গত শ্রীনগরের মানুষ পেল অর্থসহায়তা

বন্যাদূর্গত শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকার দুই শ' পরিবারকে অর্থসহায়তা দিলেন মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনের সদস্য মাহী বি চৌধুরী। তাঁর পক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এই অর্থসহায়তা দেওয়া হয়।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ) ||

বন্যাদূর্গত শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকার দুই শ’ পরিবারকে অর্থসহায়তা দিলেন মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনের সদস্য মাহী বি চৌধুরী। তাঁর পক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এই অর্থসহায়তা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১শ’ ও বাঘড়া ইউনিয়নের ১শ’ পরিবারকে পঈদুল আযহা উপলক্ষে পরিবার প্রতি ৫শ’ করে টাকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মজিদ, বিকল্প যুব ধারার নেতা শেখ শহিদ, মিল্লাত শেখ, মো. মিঠু, জামাল শেখ, আল-আমিন, জয়নাল, ইমরান, ছাত্রলীগ নেতা ইকবাল রানা, আবির মৃধা প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন