|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের বন্দরে ৩ দিন নিখোঁজের পর পুকুর থেকে আরাফাত (৯) নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জল হোসেন রাব্বি নামে এক যুবককে থানায় নিয়েছে পুলিশ।
শুক্রবার ১৮ই ডিসেম্বর সকালে উপজেলার মদনপুর লাওসার এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গেল ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় আরাফাত। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরবর্তীতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করা হয়েছিলো।
তারা আরও জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পুকুরে আরাফাতের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷ হত্যার পর লাশটি পুকুরে ফেলে দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷