|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
গাজীপুরের শিলমুন। অতি দরিদ্র ও স্বল্প আয়ের অধিকাংশ মানুষ নিয়মিত ফার্মেসির ওষুধ বিক্রেতার সাথে পরামর্শ করে ওষুধ সেবন করেন। এ ধরনের ঘটনায় অনেককেই পরবর্তিতে অতি অসুস্থ অবস্থায় ভর্তি হতে হয় হাসপাতালে।
সাধারন মানুষকে যাতে সহজেই ডাক্তারের পরামর্শ পান, খরচ বাঁচাতে গিয়ে যাতে ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া সহ মূল চিকিৎসা না হওয়ায় অতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে না হয়, সেজন্য গাজীপুরস্থ ক্যাথারসিস হাসপাতাল সবার জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে।
গাজীপুরের প্রায় ১০ হাজার মানুষকে বিনামূল্যে এ চিকিৎসা সেবার আওতায় আনতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, অভিজ্ঞ চিকিৎসকের পরার্মশ ছাড়া ওষুধ সেবন করে অসংখ্য মানুষ নানা রকম শারিরীক জটিলতায় ভোগেন। এমনকি অনেককে মারাত্বক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে, সাধারন মানুষ যাতে সচেতন হন, আমরা সে কারনেই অতি দরিদ্র ও সাধারন মানুষের জন্য মাসব্যাপি বিনামূল্যের এ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছি।
তিনি আরও জানান, ক্যাথারসিস হাসপাতালে ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষকে এ সেবার আওতায় এনেছে। বিজয়ের মাসে শুরু হওয়া বিনামূল্যের এ চিকিৎসা পরামর্শ সেবাটি অন্তত দশ হাজার মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্যও কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান।