ফতুল্লায় মানব পাচার মামলার আসামী গ্রেফতার

|| অনলাইন প্রতিনিধি,সদর (নারায়ণগঞ্জ)||

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকা থেকে মানব পাচার মামলার পলাতক আসামী আবু তাহের প্রধান (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিএসসি’র টিম।

বুধবার ১০জুন দুপুরে উপজেলার ফতুল্লা থানাধীণ বক্তাবলী এলাকা তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তাহের বক্তাবলীর উত্তর গোপালনগর হোসেন ডেইরী ফার্ম এলাকার ফকির চানের ছেলে। 

র‌্যাব-১১, অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামী আবু তাহের প্রধানসহ আরও ৩জন আসামী সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য।

তাহারা মো. মিজানুর রহমান(৪২) , ছোট ভাই মেহেদী হাসান(২৪), চাচাত ভাই নাসিম চৌধুরী(৪০) সহ আরও অজ্ঞাতনামা অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে জিম্মি ও নির্যাতন করে  তার ভাইয়ের কাছে থাকা ৩ হাজার ইউএস ডলার, ভারতীয় রুপি, ০২টি এন্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য অনুমান ১ লক্ষ টাকা), হাতঘড়িসহ জিনিসপত্র যাহার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা নিয়ে নেয় এবং নগদ ও বিকাশের মাধ্যমে তাহাদের নিকট হতে ৩৩ লক্ষ টাকাসহ সর্বমোট ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীদের ভাই মিজানুর রহমান(৪২) নিজে বাদী হয়ে ডিএমপি, ঢাকার তেজগাঁও থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন, যাহার মামলা নং-০৯, তারিখ-১০/০৬/২০২০, ধারা-২০১২ সালের মান পাচার আইনের ৬/৭/৮ ধারা।

র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল মানব পাচার মামলার আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ বুধবার দুপুর ২ টায় ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকা হইতে তাহের প্রধানকে গ্রেফতার করা হয়।

সসা/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন