পুরুষ সঙ্গী পেলো বঙ্গবন্ধু সাফারি পার্কের নীলগাই

নারী নীলগাইটি গত ফেব্রুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছিল। পরে সেটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়। দীর্ঘদিন ধরেই প্রাণীটি সঙ্গী ছাড়াই দিন কাটাচ্ছিল।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) ||

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নীল গাইটি বন্ধুহীন ছিল দীর্ঘদিন ধরেই। এবার তার জুটেছে পুরুষ সঙ্গী। গত বুধবার দুপুর দুইটায় পার্কে একটি পুরুষ নীলগাইকে নারী নীলগাইয়ের সাথে রাখা হয়েছে। পুরুষ নীলগাইটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে আনা হয়েছে। বিলুপ্তপ্রায় এই প্রানীটির মাত্র দুটি রয়েছে দেশে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, দুপুরে বিশেষ বাক্সে সর্বোচ্চ নিরাপত্তায় নীলগাইটিকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। এর আগে সাবেক প্রধান বন সংরক্ষক শফিউল আজম প্রাণীটিকে এখানে পাঠানোর উদ্যোগ নেন।করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার কারণে আনতে দেরি হয়েছে।

তিনি বলেন, নারী নীলগাইটি গত ফেব্রুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছিল। পরে সেটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়। দীর্ঘদিন ধরেই প্রাণীটি সঙ্গী ছাড়াই দিন কাটাচ্ছিল।

সে সময়ের প্রধান বন সংরক্ষক শফিউল আজম জুটিপূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি জানান, বুধবার অবমুক্ত করা নীলগাইটি গত জানুয়ারি মাসে নওগাঁ জেলার সাপাহার থেকে উদ্ধার করা হয়। প্রথমে এটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যোনের মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছিল।

তবিবুর রহমান আরো বলেন, দুপুরে নীলগাইটিকে এখানে এনে আগের নারী নীলগাইয়ের সাথে রাখা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত নতুন আসা নীলগাইটি অপরটির কাছাকাছি অবস্থান করছিল। এখন পার্কে নীলগায়ের জুটি পূর্ণ হয়েছে। তাতে বিলুপ্ত প্রায় এ প্রাণির বংশ বাড়ার সম্ভাবনা তৈরি হলো।

তিনি বলেন,পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় একসময় নীলগাইয়ের বসতি ছিল। কিন্তু এখন আর এদেরকে দেখা যায়না। সীমান্তের ওপারে ভারতের কিছু কিছু পাহাড়ে এখনো টিকে আছে এরা। মাঝে মাঝে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতেও শোনা যায়। নীলগাই দুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন