|| খাইরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) থেকে ||
টগবগে এক তারুণ্য। স্বপ্ন যার আকাশ ছোঁয়ার, সেই সাইফ চলে গেলো না ফেরার দেশে। স্বজনরা যেনো মানতেই চাইছেন না এভাবে ওর চলে যাওয়া।
সাইফের বাড়ি গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে। ওর পুরো নাম তাহমিদুস সাইফ। সতেরো বছরের সাইফ এই আসছি বলে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল প্রতিদিনের মতোই। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফেরার নাম নেই। উদ্বিগ্ন বাবা-মা বের হন সাইফের খোঁজে।
এক পর্যায়ে বাড়ির কাছেই পুকুরপাড়ে তার জুতা জোড়া ও চশমা দেখতে পান স্বজনেরা। সন্দেহ হলে বেশ কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। না পাওয়ায় ডেকে আনা হয় দমকলকর্মীদের। ডুবুরিরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুকুর থেকে নিথর সাইফকে উদ্ধার করে।
তাহমিদুস সাইফ এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম দুলাল ও একই উপজেলার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার দম্পতির ছোট ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা গতকাল রাত সাড়ে নয়টায় সংবাদ সারাবেলাকে বলেন, পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। ডুবুরি দল আধা ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে।