|| সারাবেলা সংবাদদাতা, মুন্সীগঞ্জ ||
পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান ‘টু-ডি’ বসবে শুক্রবার (২৭ নভেম্বর) । এতে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫হাজার ৮৫০মিটার অংশ। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বসতে বাকি আর মাত্র তিনটি স্প্যান।
সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ও ১১ পিলারে বসানো হবে। ৩৮তম স্প্যান বসানোর ৬দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসতে যাচ্ছে। তাছাড়া চলতি নভেম্বর মাসে এনিয়ে সেতুতে মোট ৪টি স্প্যান বাসানোর কাজ সম্ভব হবে ।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না থাকলে স্প্যানটি বাসানো হবে।
তিনি আরো জানান, স্প্যানটি পিলারে বাসানোর জন্য সম্পুর্ন প্রস্তুত। ক্রেণে তোলাসহ আনুষঙ্গিক প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল ৮অথবা ৯টার দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেণ তিয়াইন-ই ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারে উদ্যেশ্যে রওনা হবে। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নির্ধারিত পিলার দুটির দূরত্ব দেড় কিলোমিটার।
তিনি আরও বলেন,ভাসমান ক্রেণ এ দূরত্ব পারি দেওয়ার পর পরবর্তী প্রক্রিয়ায় কারিগরি সমস্যা না দেখা দিলে আর আবহাওয়া অনুকূলে থাকলে এদিনই স্প্যানটি বসিয়ে দেওয়া হবে। তবে বৈরি আবহাওয়া কিংবা জটিলতা তৈরি হলে স্প্যানটি বসতে একদিন পিছিয়ে যেতে পারে।