সাভারে নীলার খুনী মিজানুরের বাবা-মা আটক

মিজানুরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা

|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যার ঘটনায় বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তবে মিজানকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার র‌্যাবের  এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামী মিজানুর রহমানের বাবা আবদুর রহমান(৬০) ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। এর আগে মিজানুরের সহযোগী সেলিম পালোয়ানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ ।  

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সদস্যরা মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালায় । এসময় আত্মগোপনে থাকা মিজানুরের বাবা-মা’কে আটক করে র‌্যাবের সদস্যরা ।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, নীলা রায় হত্যার ঘটনায় মামলায় ২ ও ৩ নং আসামী বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করা হয়েছে। বখাটে মিজানুরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা ।

উল্লেখ্য, ২০শে সেপ্টেম্বর রোববার রাতে নীলা  তার ভাইসহ হাসপাতাল থেকে ফিরছিল । প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আগে থেকে নীলার উপর ক্ষুব্ধ বখাটে মিজান তাদের পথরোধ করে ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নেয়। এরপর সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় মিজান নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নীলাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন