নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য সেবা সমন্বয়ের উপহার বিতরণ

স্বেচ্ছাসেবাকে ব্রত করে অগ্রসরমান ব্যক্তি ও সংগঠনসমূহের পারষ্পরিক কার্যক্রমসমূহ জেনে তথ্য সহায়তার মাধ্যমে সকল স্বেচ্ছাসেবকদের সহযোগিতা প্রদানের একটি সাধারণ প্ল্যাটফর্ম এর নাম সেবা সমন্বয়।

দেশে নিম্ন বিত্তদের মাঝে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌছানোর জন্য বিভিন্ন সংগঠন কারজ করলেও নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি যারা জীবিকা বন্ধ হওয়ার কারণে অত্যন্ত কষ্টে দিনানিপাত করছে তাদের কাছে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌছানোর প্রচেষ্টা নিতান্ত কম। এ প্রেক্ষিতে ‘সেবা সমন্বয়’ নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে সাহায্য সামগ্রী পৌছে দিচ্ছে। ফেইসবুক অথবা নির্ধারিত ফোন নম্বরে ফোন করলে এই সহযোগিতা পৌছানের প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।

এ কার্যক্রমের ধারাবাহিকতায় সেবা সমন্বয়ের পক্ষ থেকে আজ ২৬ এপ্রিল,২০২০ তারিখে ঢাকার কামরাঙ্গীর চর, রায়েরবাগ, দনিয়া, শনির আখড়া, শ্যামপুর, দোলাইপাড়, সায়দাবাদ, মানিকনগর, কাজলা, যাত্রাবাড়ী, মীর হাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন, কমলাপুর, মুগদা, মান্ডা, নন্দীপাড়া, বাড্ডা, রামপুরা, গুলশান, মগবাজার, মৌচাক, হাজারীবাগ, মিরপুর-১০, মিরপুর-১, খিলখেত ও কেরানীগঞ্জ এলাকার মোট ১২৩ টি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি/উপহার পৌছানো হয়েছে।

প্রতি পরিবারের জন্য, ৫ কেজি চাল, ০.৫ কেজি ডাল, ২ কেজি আলু, ০.৫ কেজি ছোলা, ০.৫ লিটার সয়াবিন তেল, ০.৫ কেজি চিড়া, ০.৫ কেজি খেজুর, ১টি বাধাকপি ও ১টি মিষ্টি কুমড়া প্রদান করা হয়। পরিবারে শিশু থাকলে তরল দুধ, সুজি ও চিনি সরবরাহ করা হয়েছে।

সাম্প্রতিক বাস্তবতায় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগে সম্পাদিত ত্রাণ/সহযোগিতামূলক কার্যক্রমে সমন্বয় না থাকায় অসহায় পরিবারগুলোর কেউ কেউ ত্রাণ/সহযোগিতা প্রয়োজনের বেশি পাচ্ছে কেউ বা আবার বঞ্চিত হচ্ছে। এর কারণ হচ্ছে, কোন সংগঠন বা ব্যক্তি কোথায় কি কি কাজ করছে তা অপরাপর উদ্যোগী ব্যক্তি বা সংগঠনসমূহ জানছে না। তাই এই পরিস্থিতিতে ‘সেবা সমন্বয়’ ত্রাণ/সহযোগিতা কার্যক্রমে যুক্ত রয়েছেন এরূপ সংগঠনসমূহের সাথে যোগাযোগ করে একটি ডাটাবেইজ প্রস্তুত করেছে যার মাধ্যমে কোন কোন এলাকায় জরুরী সহযোগিতা প্রয়োজন তা নির্ণয় করা হচ্ছে এবং সেই সাথে যে সকল সংগঠন ঐ এলাকা বা তার আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে তাদের তথ্য সহযোগিতার দ্বারা অবহিতকরণের মাধ্যমে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সাহায্য সামগ্রী দূর্গত এলাকায় পৌছানো সম্ভব হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন