|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ||
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া ৩৭ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।
শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় এ ভয়াবহ ঘটনা ঘটে। এতে ৫০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন।আহত প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায় , নামাজ চলাকালীন সময় হঠাৎ করেই বিকট শব্দ হতে শুরু করে। আশপাশের লোকজন ছুটাছুটি করতে থাকে। মসজিদের ভেতরের এসি বিস্ফোরণ হয়েছে বলে ধারণা উপস্থিত জনতার।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে ভর্তি করা হয়েছে। অধিকাংশের শরীরের শতভাগ পুড়ে গেছে।