না.গঞ্জে করোনায় আরও ১০৪ জন সনাক্ত, মোট মৃত্যু ৯৯

||সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ||

করোনার হটস্পট নারায়ণগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এছাড়া নতুন করে সনাক্ত হয়েছেন ১০৪ জন ও নতুন করে সুস্থ হয়েছেন ৭১ জন। জেলায় মোট ৪ হাজার ২৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বুধবার ১৭ জুন সকালে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত চব্বিশ ঘন্টায় নতুন করে যে দুইজন মারা গেছেন তারা দুইজন পুরুষ । একজন সদর উপজেলার বাসিন্দা অপরজন সিটি কর্পোরেশন এলাকার। একইসাথে সিটি কর্পোরেশন এলাকায় মোট মৃত্যের ৫৭ জন মারা গেছেন ও আক্রান্ত ১ হাজার ৫৩৬ জন।

এই বিবেচনায় সর্বাধিক ঝুকিপূর্ণ এলাকা সিটি কর্পোরেশন হওয়ায় এই অঞ্চলটির অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সিটি কর্পোরেশন এলাকাসহ দুইটি উপজেলা (সদর ও আড়াইহাজার) লকডাউন করার সম্ভাবনা রয়েছে।

এই পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৬৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬০৮ জনের। উপজেলা ভিত্তিক বিবেচনায়, সদরে মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ১ হাজার ১১৩ জন। বন্দরে আক্রান্তের সংখ্যা ১২৯ ও মারা গেছেন ৩ জন।রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৭৫৯ জন আক্রান্ত। আড়াইহাজারে আক্রান্ত ৩৯৯ ও মারা গেছেন ৩ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ৩৫৪ ও মারা গেছেন ১৩ জন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন